রূপগঞ্জ, নারায়নগঞ্জ ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন রাশমিকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ১১৭ বার দেখা হয়েছে

সাইবার অপরাধীদের কারণে লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা এখন রাশমিকা মান্দানার। দক্ষিণ ভারতীয় এ অভিনেত্রীর নাম জড়িয়ে এক সাইবার অপরাধী একটি ভিডিও ছড়িয়ে দিয়েছে নেট দুনিয়ায়, যা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক নারী খোলামেলা পোশাক পরে লিফটে ঢুকলেন, যার চেহারা অবিকল রাশমিকার মতো।আপাতদৃষ্টিতে যে কেউ তাঁকে রাশমিকা বলে ভুল করতে পারেন।

গভীরভাবে খুঁটিয়ে দেখা যায়, তাহলেই বোঝা যায় এটি প্রযুক্তির কারসাজি। কিন্তু এতটা খুঁটিয়ে দেখা হয়নি অনেকের। যে কারণে ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছে। একই সঙ্গে অভিনেত্রীকে নিয়েও রটছে মুখরোচক সব গল্প। যার বেশির ভাগই নেতিবাচক। বসয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী বলেছেন, ‘আমার যে ডিপফেক ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যাঁরাই সারা ক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাঁদের জন্য। ভাবলেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আজ একজন নারী ও অভিনেত্রী হিসাবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমাকে এই সময় সমর্থন করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ভাবুন, যদি আমি একজন স্কুল-কলেজে পড়া ছাত্রী হতাম! আমার তো মাথা কাজ করত না এই পরিস্থিতিকে সামাল দেওয়ার। আমাদের সকলের উচিত সমষ্টিগত ভাবে এগিয়ে এসে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাশমিকার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে অভিনেত্রীর সত্যিকারের উপস্থিতি নেই। ওই ভিডিওর মহিলার নাম জারা প্যাটেল। তাঁর মুখেই রাশমিকা মান্দানার মুখ বসিয়ে বিকৃত করা হয়েছে। বিষয়টি প্রথম সবার নজরে এনেছেন ভারতের এক সাংবাদিক।

একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ভিডিওতে দক্ষিণী অভিনেত্রীর মুখ বিকৃত করা হয়েছে। এদিকে সাইবার ক্রাইমে প্রতারণার শিকার হওয়া রাশমিকার পক্ষ নিয়ে আওয়াজ তুলেছেন খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন। ভিডিও নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

এ নিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘হ্যাঁ এটিতে আইনগত একটি শক্তিশালী মামলা করা উচিত।’

এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর-রাশমিকা মান্দানা জুটির প্রথম ছবি ‘অ্যানিম্যাল’। এরই মধ্যে ছবির টিজার ও গান। যেখানে দর্শক এই দুই অভিনেতা-অভিনেত্রীকে ভিন্নরূপে আবিষ্কার করেছেন। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এ ছবির কিছু দৃশ্য নিয়ে আলোচনা ও সমালোচনা দুটোই চলছে সমানভাবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আপত্তিকর ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন রাশমিকা

প্রকাশিত : ০১:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

সাইবার অপরাধীদের কারণে লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা এখন রাশমিকা মান্দানার। দক্ষিণ ভারতীয় এ অভিনেত্রীর নাম জড়িয়ে এক সাইবার অপরাধী একটি ভিডিও ছড়িয়ে দিয়েছে নেট দুনিয়ায়, যা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক নারী খোলামেলা পোশাক পরে লিফটে ঢুকলেন, যার চেহারা অবিকল রাশমিকার মতো।আপাতদৃষ্টিতে যে কেউ তাঁকে রাশমিকা বলে ভুল করতে পারেন।

গভীরভাবে খুঁটিয়ে দেখা যায়, তাহলেই বোঝা যায় এটি প্রযুক্তির কারসাজি। কিন্তু এতটা খুঁটিয়ে দেখা হয়নি অনেকের। যে কারণে ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছে। একই সঙ্গে অভিনেত্রীকে নিয়েও রটছে মুখরোচক সব গল্প। যার বেশির ভাগই নেতিবাচক। বসয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী বলেছেন, ‘আমার যে ডিপফেক ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যাঁরাই সারা ক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাঁদের জন্য। ভাবলেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আজ একজন নারী ও অভিনেত্রী হিসাবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমাকে এই সময় সমর্থন করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ভাবুন, যদি আমি একজন স্কুল-কলেজে পড়া ছাত্রী হতাম! আমার তো মাথা কাজ করত না এই পরিস্থিতিকে সামাল দেওয়ার। আমাদের সকলের উচিত সমষ্টিগত ভাবে এগিয়ে এসে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাশমিকার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে অভিনেত্রীর সত্যিকারের উপস্থিতি নেই। ওই ভিডিওর মহিলার নাম জারা প্যাটেল। তাঁর মুখেই রাশমিকা মান্দানার মুখ বসিয়ে বিকৃত করা হয়েছে। বিষয়টি প্রথম সবার নজরে এনেছেন ভারতের এক সাংবাদিক।

একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ভিডিওতে দক্ষিণী অভিনেত্রীর মুখ বিকৃত করা হয়েছে। এদিকে সাইবার ক্রাইমে প্রতারণার শিকার হওয়া রাশমিকার পক্ষ নিয়ে আওয়াজ তুলেছেন খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন। ভিডিও নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

এ নিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘হ্যাঁ এটিতে আইনগত একটি শক্তিশালী মামলা করা উচিত।’

এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর-রাশমিকা মান্দানা জুটির প্রথম ছবি ‘অ্যানিম্যাল’। এরই মধ্যে ছবির টিজার ও গান। যেখানে দর্শক এই দুই অভিনেতা-অভিনেত্রীকে ভিন্নরূপে আবিষ্কার করেছেন। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এ ছবির কিছু দৃশ্য নিয়ে আলোচনা ও সমালোচনা দুটোই চলছে সমানভাবে।