রূপগঞ্জ, নারায়নগঞ্জ ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অগ্রিম টিকিট বিক্রিতে ‘টাইগার থ্রি’ সিনেমার রেকর্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন সালমান-ক্যাটরিনা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে।

সিনেমাটি মুক্তির বেশি দিন বাকি নেই। যদিও প্রচার নিয়ে খুব একটা আয়োজন চোখে পড়ছে না। এরই মধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ লাখ ৬৪ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

স্যাকনিল্ক জানিয়েছে, দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে শীর্ষে এখন ‘টাইগার থ্রি’। এর মধ্য দিয়ে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। সোমবার (৬ নভেম্বর) বিকাল পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৬৮টি। যার মূল্য ৪ কোটি ৭৭ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অগ্রিম টিকিট বিক্রিতে ‘টাইগার থ্রি’ সিনেমার রেকর্ড

প্রকাশিত : ০১:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন সালমান-ক্যাটরিনা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে।

সিনেমাটি মুক্তির বেশি দিন বাকি নেই। যদিও প্রচার নিয়ে খুব একটা আয়োজন চোখে পড়ছে না। এরই মধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ লাখ ৬৪ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

স্যাকনিল্ক জানিয়েছে, দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে শীর্ষে এখন ‘টাইগার থ্রি’। এর মধ্য দিয়ে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। সোমবার (৬ নভেম্বর) বিকাল পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৬৮টি। যার মূল্য ৪ কোটি ৭৭ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।