রূপগঞ্জ, নারায়নগঞ্জ ০২:১১ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সালমানের মুখে কী হাসি ফুটবে?

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ৮১ বার দেখা হয়েছে

বলিউড অভিনেতা সালমান খান। তার অভিনীত বেশ কিছু সিনেমা গত কয়েক বছরে মুক্তি পেয়েছে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমার তালিকায় রয়েছে— ‘রাধে’, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’, ‘গডফাদার’, ‘কিসি কা ভাই, কিসি কি জান’।

২০২১ সালের মে মাসে মুক্তি পায় সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমা। ১৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ৯০ কোটি রুপি। একই বছরের নভেম্বরে মুক্তি পায় ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ৫৯ কোটি রুপি। ২০২২ সালের অক্টোবরে মুক্তি পায় ‘গডফাদার’ সিনেমা। ১০৭ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১২০ কোটি রুপি। চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমা। ১২৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে ১৮২ কোটি রুপি।

ভারতীয় সিনেমা বিশ্বব্যাপী আলাদা জায়গা করে নিচ্ছে। দেশটির আঞ্চলিক ফিল্মও এখন শতকোটি রুপি আয় করে থাকে। আর সেখানে সালমান খানের সিনেমার এমন আয় যথেষ্ট হতাশাজনক। এই বক্স অফিস ব্যর্থতা সালমান খানের মনের হাসিও কেড়ে নিয়েছে। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমা তার মুখে কতটা হাসি ফুটাতে পারবে? এ নিয়ে ভারতীয় বক্স অফিস বিশ্লেষকরা তাদের মতামত জানিয়েছেন।

বক্স অফিস বিশ্লেষক অতুল মোহন বলেন, ‘‘টাইগার’ চরিত্রটি আইকনিক। ইতোমধ্যে এটি দর্শকদের মাঝে ছাপ ফেলেছে। তার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। ‘পাঠান’ সিনেমায় তার ক্যামিও সাড়া ফেলেছিল। প্রাথমিক ট্রেন্ড থেকে মনে হচ্ছে, দিওয়ালিতে বক্স অফিসে টাইগারের গর্জন শোনা যাবে।’’

বক্স অফিস বিশ্লেষক গিরিশ ওয়াংখেড়ে মনে করছেন সালমানের মুখে হাসি ফুটবে। এ বিশ্লেষকের ভাষায়, ‘‘টাইগার থ্রি’ সিনেমার অগ্রিম বুকিং বলছে বক্স অফিসে সুনামি আসবে। মুক্তির প্রথম দিন দেশের বক্স অফিসে কমপক্ষে ৪৫ কোটি রুপির ব্যবসা করবে সিনেমাটি; যা আজ পর্যন্ত দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার সব রেকর্ড ভেঙে দেবে। যা মনে হচ্ছে, তাতে স্পষ্ট ভাইজানের খারাপ সময় শেষ। ‘কিসি কা ভাই, কিসি কি জান’ এবং ‘রাধে’ সিনেমার ব্যর্থতা মুছে ফেলতে সক্ষম হবে ‘টাইগার থ্রি’।’’

‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে দারুণ আশাবাদী বক্স অফিস বিশ্লেষক গিরিশ জোহর। এ বিষয়ে তিনি বলেন, ‘আশা করছি, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করবে ১০০ কোটি রুপির বেশি। শনিবার (১১ নভেম্বর) বিশ্ব বক্স অফিসের দরজা খুলবে, রোববার (১২ নভেম্বর) ভারতে ধামাকা হবে। সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য হয়তো নাম্বার কিছুটা কমতে পারে। তবে সোমবার (১৩ নভেম্বর) থেকে প্রেক্ষাগৃহ পরিপূর্ণ হবে। সালমান-ম্যানিয়া শুরু হলো বলে!’

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’। টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা। প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমানের মুখে কী হাসি ফুটবে?

প্রকাশিত : ০১:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

বলিউড অভিনেতা সালমান খান। তার অভিনীত বেশ কিছু সিনেমা গত কয়েক বছরে মুক্তি পেয়েছে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমার তালিকায় রয়েছে— ‘রাধে’, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’, ‘গডফাদার’, ‘কিসি কা ভাই, কিসি কি জান’।

২০২১ সালের মে মাসে মুক্তি পায় সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমা। ১৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ৯০ কোটি রুপি। একই বছরের নভেম্বরে মুক্তি পায় ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ৫৯ কোটি রুপি। ২০২২ সালের অক্টোবরে মুক্তি পায় ‘গডফাদার’ সিনেমা। ১০৭ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১২০ কোটি রুপি। চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমা। ১২৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে ১৮২ কোটি রুপি।

ভারতীয় সিনেমা বিশ্বব্যাপী আলাদা জায়গা করে নিচ্ছে। দেশটির আঞ্চলিক ফিল্মও এখন শতকোটি রুপি আয় করে থাকে। আর সেখানে সালমান খানের সিনেমার এমন আয় যথেষ্ট হতাশাজনক। এই বক্স অফিস ব্যর্থতা সালমান খানের মনের হাসিও কেড়ে নিয়েছে। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমা তার মুখে কতটা হাসি ফুটাতে পারবে? এ নিয়ে ভারতীয় বক্স অফিস বিশ্লেষকরা তাদের মতামত জানিয়েছেন।

বক্স অফিস বিশ্লেষক অতুল মোহন বলেন, ‘‘টাইগার’ চরিত্রটি আইকনিক। ইতোমধ্যে এটি দর্শকদের মাঝে ছাপ ফেলেছে। তার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। ‘পাঠান’ সিনেমায় তার ক্যামিও সাড়া ফেলেছিল। প্রাথমিক ট্রেন্ড থেকে মনে হচ্ছে, দিওয়ালিতে বক্স অফিসে টাইগারের গর্জন শোনা যাবে।’’

বক্স অফিস বিশ্লেষক গিরিশ ওয়াংখেড়ে মনে করছেন সালমানের মুখে হাসি ফুটবে। এ বিশ্লেষকের ভাষায়, ‘‘টাইগার থ্রি’ সিনেমার অগ্রিম বুকিং বলছে বক্স অফিসে সুনামি আসবে। মুক্তির প্রথম দিন দেশের বক্স অফিসে কমপক্ষে ৪৫ কোটি রুপির ব্যবসা করবে সিনেমাটি; যা আজ পর্যন্ত দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার সব রেকর্ড ভেঙে দেবে। যা মনে হচ্ছে, তাতে স্পষ্ট ভাইজানের খারাপ সময় শেষ। ‘কিসি কা ভাই, কিসি কি জান’ এবং ‘রাধে’ সিনেমার ব্যর্থতা মুছে ফেলতে সক্ষম হবে ‘টাইগার থ্রি’।’’

‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে দারুণ আশাবাদী বক্স অফিস বিশ্লেষক গিরিশ জোহর। এ বিষয়ে তিনি বলেন, ‘আশা করছি, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করবে ১০০ কোটি রুপির বেশি। শনিবার (১১ নভেম্বর) বিশ্ব বক্স অফিসের দরজা খুলবে, রোববার (১২ নভেম্বর) ভারতে ধামাকা হবে। সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য হয়তো নাম্বার কিছুটা কমতে পারে। তবে সোমবার (১৩ নভেম্বর) থেকে প্রেক্ষাগৃহ পরিপূর্ণ হবে। সালমান-ম্যানিয়া শুরু হলো বলে!’

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’। টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা। প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।